বান্দরবানে বন্যহাতি হত্যায় ৪ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় বৈদ্যুতিক ফাঁদে শক দিয়ে বন্য হাতি হত্যার ঘটনায় ৪ কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ আদালতে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তপসিল ১ এর বিধি লংঘন করায় একই আইনের ৩৬ ধারায় ৪ জনের নামে মামলা করে বন বিভাগ। গ্রেফতারী পরোয়ানাপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার বাসিন্দা সামশুল আলম (৪৫), লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়া পাড়া গ্রামের ফরিদ (৩০), কুমারী চাককাটা এলাকার আবুল হোসাইন (৬২) ও খুরশিদা বেগম (৪২)।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারী দিনগত গভীর রাতে একটি বন্য হাতি মারা যায়। পরবর্তীতে ময়না তদন্তে হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়। বন বিভাগ কর্তৃপক্ষ দীর্ঘ অনুসন্ধান শেষে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতি হত্যা করার অপরাধে ঘটনার সাথে জড়িত চার কৃষকের নামে মামলা দায়ের করে।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বৃহস্পতিবার সন্ধ্যায় পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও বন্যপ্রাণী হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা।