বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর সহ ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।
এই উৎসবকে কেন্দ্র করে ম্রো তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোষাক পরিধান করে বাশের তৈরি বাঁশির সুরে তাদের লোকনৃত্য পরিবেশন করে পুরা অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলে । এ সময় পুঁতির মালা গাঁথা প্রতিযোগিতা, বাঁশ দিয়ে টানাটানি ও ঠেলাঠেলি প্রতিযোগিতা, কোমর তাঁত বুনন, বাঁশ দৌড় সহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেয় বিভিন্ন বয়সের ম্রো যুবক যুবতিরা ।
বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় রয়েছে ১১ জাতিগোষ্ঠী । তাদের প্রত্যেকে বৈশাখে বর্ষবরণ করেন এক এক সময় ।