বান্দরবানে শ্রী অদ্বৈতধামের ভিত্তিপ্রস্তর স্থাপন

বান্দরবানের কালাঘাটার ব্রিকফিল্ড এলাকায় অদ্বৈতধাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রামের তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

আজ ১৮আগস্ট (বৃহস্পতিবার) সকালে শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অদ্বৈতধাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

NewsDetails_03

এসময় তিনি অদ্বৈতধাম এর জমির বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটির কার্যক্রম দেখে সন্তুুষ্টি প্রকাশ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে শ্রী অদ্বৈতধাম বান্দরবান এর পরিচালনা কমিটির উপদেষ্টা উদয় রঞ্জন ধর, ভগিরত দে, সভাপতি রতন চৌধুরী, সহ-সভাপতি প্রিয়েল পালিত , সাধারণ সম্পাদক সুমন পাল, সহ সাধারণ সম্পাদক শুভময় দাশ, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ, অর্থ সম্পাদক রুপন মহাজনসহ শ্রী অদ্বৈতধাম বান্দরবান এর পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন