বান্দরবানে সরস্বতী পূজা উদযাপন
নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী দেবীর পূজা। পূজা উপলক্ষ্যে আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে মেম্বারপাড়া, নোয়াপাড়া, হাফেজঘোনা, বালাঘাটা মন্দির, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা।
এদিকে পূজা উপলক্ষে ভোর থেকে মন্ডপে মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুুষ্টি লাভের আশায় সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করছে আর অঞ্জলি প্রদানের পাশাপাশি নানারকম পিঠা তৈরি করে পরিবেশন করছে আত্মীয় স্বজনদের।
শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মালম্বীরা সরস্বতী পূজা করে থাকে আর এর মাধ্যমে বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যাদেবীর আর্শীবাদের মাধ্যমে পড়ালেখায় আরো ভালো হওয়ায় প্রার্থনা কামনা করে।
কাল রবিবার সকালে বিভিন্ন পুজা মন্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি হবে।