বান্দরবানে সহকারী শিক্ষক নিয়োগের উত্তীর্ণদের নিয়োগপত্র হস্তান্তর ৩০ জুলাই

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ন্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ সূত্র পাহাড়বার্তা’কে জানান, আগামী ২৭ জুলাই ২২ ইং তারিখের পরিবর্তে আগামী ৩০ জুলাই ২২ ইং সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে নিয়োগ পত্র হস্তান্তর করা হবে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

NewsDetails_03

এসময় আরো উপস্থিত থাকবেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পরিষদ সদস্য, শিক্ষক নিয়োগ কমিটির সদস্যরা।

এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা পাহাড়বার্তা’কে বলেন, নির্ধারিত সময়ে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র গ্রহন করতে হবে।

প্রসঙ্গত, থানচিতে ১৮ জন, রোয়াংছড়িতে ৩৫জন, রুমায় ১০ জন, নাইক্ষ্যংছড়িতে ৫০জন, আলীকদমে ২৭জন, লামায় ৫১জন, বান্দরবান সদরে ৮৫জনসহ মোট ২৭৬ জন সহকারী শিক্ষক নিয়োগে চূড়ন্ত ভাবে উত্তীর্ণ হয়।

আরও পড়ুন