বান্দরবানে এক সপ্তাহ যাবত হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২৯জন।
আক্রান্তদের মধ্যে ১৪জন বান্দরবান সদর উপজেলা, ২জন রোয়াংছড়ি, ৪জন আলীকদম, ৪জন লামা, ৫জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ২৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৭ হাজার ৩শত ৮৬জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ২শত ২৮জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১০৮৬জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ২জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ৬১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।