বাবার জন্য রাতে মিলাদ মাহফিল : সেই রাতেই না ফেরার দেশে মুন্না

NewsDetails_01

মৃত বাবাকে স্বপ্নে দেখে রাতে এতিম ও ইমামদের নিয়ে মিলাদ পড়ে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ল রাঙামাটির কাপ্তাই উপজেলার এক বিএনপির নেতা, নিহত এই নেতার নাম মোঃ শামসুল আলম নুর মুন্না।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, সাবেক সাধারন সম্পাদক, নতুনবাজার বণিক কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক,ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক, কাপ্তাই সংগঠনিক জেলা আইডিইবি সদস্য ও সমাজ সেবক মোঃ শামসুল আলম নুর মুন্না (৪৫) গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) নিজ বাসা বিএফআইডিসি বিল্ডিং রাত ১২টা বাজে হঠাৎ বুকে ব্যথা অনুভাব করলে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

NewsDetails_03

এদিকে তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে,মা-ভাই বোনসহ বহু আত্বীয়স্বাজন রেখে যান। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাপ্তাই নতুনবাজার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায়,বিএনপি, আওয়ামী লীগ,ট্রাক মালিক সমিতি,নতুন বাজার বণিক সমিতি, কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

পরে নিজ বাড়ি চটগ্রাম জেলার, রাউজান উপজেলার মইশকড়ম গ্রামে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন