ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি পিসিসিপি’র
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। আজ বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে সংগঠনটি এ দাবি জানায়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে পিসিসিপি জানায়, রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংগঠনের ঘোষিত আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত হলে তা একপেশে সিদ্ধান্তে পরিণত হতে পারে।

পিসিসিপি আরও জানায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ অনুযায়ী গঠিত কমিশনে পার্বত্য অঞ্চলে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। নয় সদস্যের মধ্যে সাতজনই উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় কমিশনের সিদ্ধান্ত একপেশে হওয়ার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ভূমি কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না থাকায় এটি সংবিধান পরিপন্থি একটি ধারা। ফলে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
আগামী ১৯ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে সংগঠনটি দাবি জানায়, পিসিসিপি ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত ভূমি কমিশনের কোনো বৈঠক যেন অনুষ্ঠিত না হয়। অন্যথায় রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।



