মাটিরাঙ্গায় বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন আড়াই হাজার কৃষক

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছ‌রে র‌বি মৌসুমে বো‌রো ধা‌নের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চির আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার (২১ ন‌ভেম্বর) সকা‌লে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ উ‌দ্বোধন করা হয়।

NewsDetails_03

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী’র সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা, জয়নাল আবেদীন, ও কৃষক কৃষাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস ‌বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উ‌দ্বোধন ক‌রে। উৎসবমুখর প‌রি‌বে‌শে সার ও বীজ নি‌চ্ছে কৃষক। মোট ২ হাজার ৫শ জন কৃষ‌কের ম‌ধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন‌্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫শ জন জন কৃষক এবং বিঘা প্রতি ১ জন কৃষক ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান, ১০‌ কে‌জি ডিএসপি, ১০ কে‌জি এমওপি সার পা‌বেন ১হাজার জন কৃষক।

আরও পড়ুন