মানবা‌ধিকার ক‌মিশনের সদস্য হলেন চিংকিউ রোয়াজা

NewsDetails_01

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি চিংকিউ রোয়াজাকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন । ক‌মিশনের চেয়ারম্যান করা হয়েছে
সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগমকে।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

NewsDetails_03

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও পাঁচ অবৈতনিক সদস্যকে নিয়োগ দেন। জাতীয় মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব ড. নমিতা হালদারকে অবৈতনিক সদস্য করা হয়েছে।

আরও পড়ুন