রাঙামাটি সদরের ভেদভেদীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। গত দুইদিনে নতুন করে জেলায় আরো ৮ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮ জন।
আজ সোমবার (৮ জুন) সকালে ৮ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মোস্তফা কামাল।
তিনি জানান,গত রবিবার রাতে ও সোমবার সকালে চট্টগ্রামের বিআইটিআইডি ও সিভাসু থেকে ৮টি রিপোর্ট আসে। নতুন শনাক্তদের মধ্যে দুইজন মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা পজেটিভ ছিল। তারা গত ৬ জুন রাঙামাটি শহরের ভেদভেদীতে ও ৩১মে কাপ্তাই উপজেলার রাইখালীর কোদালায় মারা যাওয়া ব্যক্তি। মারা যাওয়ার পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরে ২ পুলিশ সদস্যসহ ৩ জন, বাঘাইছড়িতে ১ জন, কাপ্তাইয়ে ২ জন ও কাউখালীতে ২ জন।
এদিকে, জেলায় ৪১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। আইসোলেশনে আছে ৮ জন। এ নিয়ে রাঙামাটিতে সর্বমোট ৭৮ জন করোনা আক্রান্ত হলেন।