রাঙামাটিতে করোনার স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা বিষয়ক সভা

NewsDetails_01

রাঙামাটিতে করোনার ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা কাজ পর্যবেক্ষন এবং সং‌শ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ শ‌নিবার (৩০ মে) রাঙামা‌টি সদর উপ‌জেলা প্রশাসনের আয়োজনে মত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

উপজেলা নির্বাহী অ‌ফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপ‌তিত্বে মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ, সদর উপ‌জেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস রঞ্জন পাল, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান নাস‌রিন আলম, দু‌র্গেশ্বর চাকমাসহ ইউ‌পি চেয়ারম্যান, উপ‌জেলা পর্যায়ের সরকা‌রি কর্মকর্তাগণ উপ‌স্থিত ছিলেন।

NewsDetails_03

সভায় বক্তারা বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার পরও উপজেলার প্র‌তি‌টি ইউ‌নিয়নের দুঃস্থ, অসহায়, গরীবদের কাছে সময়মত খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। তবে, দুর্গম অঞ্চল হওয়ায় এখা‌নে দ্রুত চি‌কিৎসা সেবা থে‌কে স্থানীয়রা ব‌ঞ্চিত হন। সভায় বক্তারা নৌ এ্যাম্বুলেন্সের গুরু‌ত্বের দিকটাও তুলে ধরা হয়।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে পবন চৌধুরী বলেন, ত্রাণ সহায়তায় কাযক্রম দুর্গম গ্রাম গুলোতে পৌঁছে দেয়া হয়েছে। আগামী দিন গুলোতে তা অব্যাহত থাকবে। এছাড়া, রাঙামাটি জেলায় পিসিআর মেশিন স্থাপনের বিষয়ে মানুষের যে দাবী তা সরকার অবশ্যই পুরণ করবে। তিনি বলেন, সরকার অর্থনী‌তির চাকা ঠিক রাখতে ধীরে ধীরে সব‌কিছু খু‌লে দি‌চ্ছে। এতে করে আমাদের দা‌য়িত্ব আরো বেড়ে যাচ্ছে। সব‌কিছুই করতে হবে সামা‌জিক দুরত্ব ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে।

মত‌বি‌নিময় সভা শেষে রাঙামাটি সদর উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উ‌দ্যো‌গে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন