রাঙামাটিতে করোনায় “ডাবল সেঞ্চুরী” পার

NewsDetails_01

গত দুদিনে করোনা আক্রান্তের ধাক্কায় ডাবল সেঞ্চুরী পার করেছে রাঙামাটি জেলা। সোমবার রাতে জেলায় নতুন করে আরো ২৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর আগেরদিন অর্থাৎ রবিবারে করোনা সনাক্ত হয় ২৪ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৮ জনে।

গত সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পিসিআর ল্যাব থেকে আসা ৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ২৫ জনের করোনা পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

NewsDetails_03

তিনি জানান, নতুন সনাক্তদের মধ্যে জেলায় এতদিন ধরে করোনামুক্ত থাকা একমাত্র উপজেলা বরকলে করোনা হানা দিয়েছে। এ উপজেলায় একজনের শরীরে করোনা সনাক্ত হয়। অন্যদের মধ্যে রাঙামাটি সদরে ২৩ জন, কাউখালীর একজন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও দু’জন আনসার আছেন তিনি জানান।

স্বাস্থ্য বিভাগ সুত্র থেকে জানা গেছে, জেলায় সুস্থ হয়েছেন ৮৫ জন, আইসোলেশনে আছেন ১৯ জন ও মৃত্যুবরণ করেছেন ৬ জন।

আরও পড়ুন