রাঙামা‌টিতে চু‌রি ও হা‌রি‌য়ে যাওয়া ২৫ ফোন উদ্ধার

রাঙামা‌টি‌তে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। আজ র‌বিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাঙামা‌টি কোতয়ালী থানা কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল ফোনসেটগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) শাহনেওয়াজ রাজু।

NewsDetails_03

হারিয়ে ও চুরি যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।

কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আরিফুল আ‌মিন বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ১৭টি ফোন উদ্ধারসহ অপরাধীদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান ফোন সেট ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন