রাঙামাটিতে চোলাই মদসহ ২ নারী আটক
রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশি চোলাই মদসহ ২ নারীকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার বড়ইছড়ি বাজার হতে তাদের আটক করা হয়। তারা হলেন সুক্রাইচিং মারমা প্রকাশ জুলি মারমা (২৯) এবং মিসাইনু মারমা (১৯)। কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বড়ইছড়ি এলাকা হইতে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ দুই নারীকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।