স্বামীর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলেও উপসর্গ নিয়ে মরতে হলো স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায়। আজ বুধবার (১৭জুন) সকালে করোনা রোগী বিপীন চন্দ্র চাকমার স্ত্রী মহামায়া চাকমা (৪৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন।
জানা গেছে, গত ৯ জুন উপজেলার বাবু পাড়ার বাসিন্দা বিপিন চন্দ্র চাকমার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকেই বিপীনের পরিবারটি লকডাউনের আওতায় নিয়ে আসে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। লকডাউনের মধ্যে আজ বুধবার সকালে বিপীনের স্ত্রী মহামায়া চাকমা মৃত্যুবরন করেন। মহামায়া চাকমার করোনা উপসর্গ ছাড়াও দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পরিবারে করোনা রোগী ছাড়া সকলের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হবে। মৃত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে সৎকার করা হবে বলে তিনি জানান।