রাঙামাটির আদালতে হাজিরা দিয়েছে সেই আলোচিত ইকবাল

পূজা মণ্ডবে কোরআন রাখে সে

NewsDetails_01

রাঙামাটির আদালতে হাজিরা দিয়েছেন কুমিল্লার পূজা মণ্ডবে কোরআন রাখার মামলার আলোচিত আসামি ইকবাল। কুমিল্লায় নানুয়াদিঘীর পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইকবালকে রাঙামাটি আদালতে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে দেখা গেছে।

পুলিশ জানায়, মণ্ডপে কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে এক যুবক ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়, ওই ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় গত ১৪ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। মামলায় ইসমাইল নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

NewsDetails_03

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ইকবালকে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা কারাগার থেকে রাঙামাটি আনা হয়। আদালতে হাজিরা শেষে তাকে রাঙামাটি জেল হাজতে রাখা হয়েছে। বুধবার ফের কুমিল্লা নেওয়া হবে।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, সিসিটিভি ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে গ্রেফতার করেছিল, তারই ধারাবাহিকতায় আজ আসামী কে রাঙ্গামাটি কোর্টে হাজির করা হয়েছে।

আরও পড়ুন