রাঙামা‌টিতে অটোরিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরা‌স বিস্তার ও সংক্রামণের ঝুঁ‌কি‌ কমাতে যাত্রীবাহী অটোরিক্সা বন্ধ রাখা হয়েছে। আর এ কারণে অটোরিক্সা চালকরা অসহায় হয়ে পরেছে। আয় না থাকায় প্রায় ১ মাস ধরে তাদের কষ্টে দিন যাপন করতে হচ্ছে।

আজ র‌বিবার (১৯এপ্রিল) সকালে রাঙামা‌টির প্রায় ১৪ শত অটোরিক্সা চালকদের মাঝে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা অটোরিক্সা শ্র‌মিক ইউ‌নিয়ন ও চালক কল্যান স‌মি‌তির উ‌দ্যো‌গে চাল বিতরণ করা হয়েছে। রাঙামা‌টি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার অটোরিক্সা চালকদের হাতে এসব চাল তুলে দেন।

NewsDetails_03

জানা গেছে, জেলা প্রশাসন থে‌কে আড়াই মেঃটন ও নগদ ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। বাকী অর্থ স‌মি‌তির নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হয়। এ‌দিন প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও জেলা অটোরিক্সা শ্র‌মিক ইউ‌নিয়ন ও চালক কল্যান স‌মি‌তির সাধারন সম্পাদক মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, স‌মি‌তির সভাপ‌তি প‌রেশ মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন