পারিবারিক কলহের জেরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সুব্রত বড়ুয়া (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাঘাইছড়ি পৌরসভার কাচালং মডেল টাউন এলাকার মৃত অরুন বড়ুয়ার ছেলে।
জানা গেছে,সোমবার সন্ধায় নিজের মায়ের সাথে পারিবরিক বিষয় নিয়ে কলহ হয়। পরে মঙ্গলবার রাত ৩ টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুব্রত বড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। সুব্রত’র স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা তদন্ত করছি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।