রাঙামা‌টিতে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা

purabi burmese market

রাঙামা‌টি পার্বত্য জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সভাকক্ষে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জেলা কমিটি এ সভার আয়োজন করে।

সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ সভাপতিত্ব করেন। সভায় করোনা ভাইরাস বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন ‌সি‌ভিল সার্জন বিপাশ খীসা।

এসময় অ‌তি‌রি‌ক্ত পু‌লিশ সুপার ছু‌ফি উল্লাহ, অ‌তি‌রি‌ক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট শিল্পী রানী রায়, সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহ‌সিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

এসময় করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, করোনা ভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পাশাপাশি আইইডিসিআর কর্তৃক নির্দেশনা মানার ওপরও গুরুত্বারোপ করা হয়।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।