রাঙামাটিতে সেনা অভিযানে ২টি একে ৪৭ ও গোলাবারুদ উদ্ধার
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর বাঘাইহাট জোন সাজেকের গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
জানা গেছে,গত শনিবার রাতে সাজেকের একটি গহীন অরণ্যে একটি সশস্ত্র দল অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক উক্ত অভিযান চালিয়ে দুইটি একে ৪৭ সহ গোলাবারুদ উদ্ধার করে।

সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গভীর জঙ্গলের সুযোগে সন্ত্রাসীদল পালাতে সক্ষম হলেও পালিয়ে যাওয়ার সময় অস্ত্র, গোলবারুদ ফেলে যায়।
সূত্রটি আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাকারুদ বাঘাইছড়ি থানায় হস্তাস্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।