রাঙামা‌টিতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

purabi burmese market

রাঙামা‌টির রাজস্থলী উপজেলার আমছড়া পাড়া নামক স্থা‌নে সড়ক দুর্ঘটনায় মিজান (২৪) না‌মে এক মোটর সাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে। এ‌তে অপর দুই যাত্রী আহত হয়েছেন। নিহত মিজান উপজেলার শ‌ফিপুর গ্রামের আব্দুল্লাহর ছে‌লে। আহত মোটর সাই‌কে‌লের অপর দুই যাত্রীকে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়েছে।

রাজস্থলী থানার ও‌সি মফজল আহমদ জানান,
আজ শ‌নিবার সকাল সাড়ে ১০টার দিকে তিন যুবক মোটর সাইকেলযোগে শ‌ফিপুর থেকে রাজস্থলী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে আমপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় ঝু‌লে থাকা ডি‌সের তা‌রের সা‌থে জ‌ড়ি‌য়ে ছিট‌কে প‌ড়ে যায়। এ‌তে মোটর সা‌ই‌কেল চালক মিজান বিদ্যু‌তের খু‌টির সা‌থে ধাক্কা খায়। স্থানীয়রা অাশংকাজনক অবস্থায় তা‌কে প্রথ‌মে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। প‌রে চট্টগ্রাম মে‌ডি‌কে‌লে নি‌য়ে যাওয়ার প‌থে তার মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য দুইজনকে রাজস্থলী স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।