রাঙামা‌টির চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

NewsDetails_01

রাঙামা‌টির না‌নিয়ারচর উপজেলায় খালার বাড়িতে গিয়ে চেঙ্গী নদী‌তে ডুবে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্প‌তিবার দুপুর ১ টার দিকে উপজেলার বু‌ড়িঘাট গ্রামের চেঙ্গী নদীর পা‌নি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই শিশুর নাম শ‌র্মি অাক্তার। সে ঢাকার বা‌সিন্দা মোঃ শরীফ মিয়ার মে‌য়ে।

NewsDetails_03

স্থানীয়রা জানান, শর্মি ঢাকা হতে তার মায়ের সঙ্গে নানিয়ারচর বুড়িঘাট গ্রা‌মে খালার বাড়িতে বেড়াতে যায়। আজ বৃহস্প‌তিবার দুপুরের দিকে খালাত ভাই বোনদের সা‌থে গোসল করতে নেমে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তার লাশ ভেসে ওঠে।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন