কাপ্তাইয়ে খুলেছে পর্যটন কেন্দ্র : প্রথমদিনে পর্যটকের দেখা নেই

NewsDetails_01

সাড়ে চার মাস পর রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো খুললেও আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন স্পটে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। আবার কিছু কিছু স্পটে দশ থেকে পনের জন পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। কাউন্টারে অলস সময় পার করছেন এইখানকার দায়িত্বরত বিজিবি সদস্যরা। অপরদিকে দুপুর ২ টায় কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পার্কে গিয়ে দেখা যায় দশ থেকে পনের জন বিনোদন প্রেমী পার্কে ঘুরাঘুরি করছেন।

NewsDetails_03

তাদের একজন রাঙ্গুনিয়ার ইসমাইল এবং কাউছার জানান, অনেকদিন পর ঘর থেকে বের হয়ে এই পার্কে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

প্রশান্তি পিকনিক স্পটের ম্যানেজার মাসুদ তালুকদার জানান, আজ প্রথমদিন তাই পর্যটক আসে নাই। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দি,ন আরোও বেশী পর্যটক আসবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

কাপ্তাইয়ের অন্যতম বিনোদন স্পট কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম পরিচালিত লেক প্যারাডাইসেও প্রথমদিনে তেমন পর্যটক আসে নাই বলে জানান, সেখানে দায়িত্বরত নৌ বাহিনী সদস্যরা। তবে সকলে আসা করছেন ধীরে ধীরে আবারোও প্রানচাঞ্চল্য ফিরে আসবে বিনোদন কেন্দ্র গুলোতে।

আরও পড়ুন