রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল উপজেলার বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল রবিবার (১৪ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৩ জুন) বিকালে কাপ্তাই বিপিডিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কাপ্তাই বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।