রাঙামা‌টির ৪ এলাকা লকডাউন

রাঙামাটিতে প্রথমবারের মত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জেলা শহরের দু‌টি এলাকা সম্পুর্ন এবং অপর দু‌টি আংশিক লকডাউনের ঘোঘণা করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার (৬ মে) বিকালে পৌরসভার ১নং পাথরঘাটা, দেবাশীষনগর পুরো এলাকা এবং সদর হাসপাতাল ও মোল্লা পাড়া একাংশ লকডাউন ঘোষনা করা হয়।

NewsDetails_03

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার‌ রাঙামা‌টিতে প্রথমবারের মত ৪ জন করোনা রোগী সনাক্ত হয়। এরমধ্যে ৯ মাসের এক শিশুসহ ২ জন পুরুষ ও একজন নার্স রয়েছে। করোনা আক্রান্ত শিশু‌টি রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটা, দুইজন পুরুষ দেবাশীষনগর ও মোল্লা পাড়ার বা‌সিন্দা। একমাত্র ম‌হিলা সদর হাসপাতালের নার্স। এরপর পরই স্থানীয় প্রশাসন ওইসব এলাকা লকডাউন ঘোষনা ক‌রে‌ছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ জানান, সংশ্লিষ্ট এলাকাগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। ওইসব এলাকার বা‌সিন্দাদের লকডাউন নিয়ম মেনে চলার অনুরোধ জানান তি‌নি।

আরও পড়ুন