রাঙামা‌টি‌তে সরকারি অ‌ফি‌সে ঢু‌কে ইউ‌পি মেম্বার‌কে গু‌লি ক‌রে হত্যা

NewsDetails_01

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে এক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় রাঙামাটির বাঘাইছড়িতে এই ঘটনা ঘ‌টে। নিহত সমর বিজয় চাকমা (৪০)বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

NewsDetails_03

জানা গেছে, রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিকাশ চাকমা বাঘাইছ‌ড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে প্রক‌ল্পের কাজ নি‌য়ে ব্যস্ত ছি‌লেন। এসময় একদল দুর্বৃত্ত মোটর সাই‌কেলে ক‌রে এ‌সে পিআইও অ‌ফি‌সে ঢু‌কে ইউ‌পি মেম্বার সমর বিকাশ চাকমাকে গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গেছেন।

বাঘাইছড়ি থানা ওসি নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আজ দুপুরের দিকে একদল সন্ত্রাসী পিআইও অফিসে ঢুকে ইউপি মেম্বার সমর বিকাশ চাকমা কে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন