রাঙামাটি শহরে মাস্ক না পরে বের হওয়া ১৭ পথচারীদের জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করা হয়েছে ।
আজ মঙ্গলবার (২ জুন) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম মামুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করেন। এসময় প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়,সকালে জেলা শহরের পুরাতন বাস স্টেশন,বনরুপা ও অন্যান্য এলাকায় মাস্ক না পরে বের হওয়া ১৭ জন পথচারীকে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য স্থানীয়দেরকে সচেতনতামুলক পরামর্শ প্রদান করা হয়।