রাঙ্গামাটিতে তথ্য অধিকার দিবস পালিত
তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর” এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে র্যালিটি বের করা হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে ডিসি’র সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, সিভিল সার্জন শহীদ তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম, জেলা তথ্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন প্রমূখ।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজকর্মী, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।