রাঙ্গামাটিতে বেড়াতে এসে হাতির আক্রমণে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রের

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই এ আবারোও হাতির আক্রমণে একজনের প্রাণ গেলো এক বিশ্ববিদ্যালয় ছাত্রের। নিহত যুবকের নাম অভিষেক পাল (২১)। সেই ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই – আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক অভিষেকের একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাদমান সোবহান উদয় এই প্রতিনিধিকে জানান, তারা ৬ জন বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি যোগে রাঙ্গামাটির উদ্যোশে রওনা করলে সকাল ৯ টায় পথেমধ্যে ২ টা হাতির মুখোমুখি হয়। তাঁর বন্ধু অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগে পথেমধ্যে সেই মারা যায়।

নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে, তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে বলে জানা যায়।

NewsDetails_03

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়।

এই ব্যাপারে বন বিভাগের কাপ্তাই রেন্জের রেন্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে, আজকে এই ঘটনা ঘটলো।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এদিকে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।

আরও পড়ুন