রাঙ্গামা‌টিতে ১শ মেট্রিক টন খাদ্য শস্য ও ১০ লক্ষ টাকা বিতরণ শুরু : জেলা প্রশাসক

NewsDetails_01

করোনা সংকটে ঘরে আবদ্ধ খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষ। আর তারা যাতে এ দুঃসময়ে অনাহারে না থাকে সেটা মাথায় রেখে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত ১০০ মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ ১০ লক্ষ টাকা রাঙ্গামা‌টিতে পৌছা মাত্রই বিতরণ করা শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

NewsDetails_03

জেলা প্রশাসক আরো জানান,করোনার কারনে মানুষের আয়ের সবধর‌ণের পথ বন্ধ থাকায় খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষ যাতে অনাহারে না থাকে সেজন্য সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রাঙ্গামাটিতে পাঠানো হয়েছে ১০০ মেট্রিক টন খাদ্যশস্য ও নগদ ১০ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, ইতোমধ্যে রাঙ্গামাটির ১০ উপজেলায় এইসব খাদ্যশস্য পৌঁছে দেয়া হয়েছে এবং এগুলো বিতরণ করাও শুরু হয়েছে।

আরও পড়ুন