বান্দরবানের রুমা উপজেলা থেকে এক হেডম্যান পুত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লুসাইমং মারমা (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার রুমা উপজেলার পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা এর ছেলে লুসাইমং মারমা গত শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
আজ রবিবার বিকালে স্থানীয়রা পাহাড়ে জুমে আগুন দিতে গেলে উপজেলার পাইন্দু ইউনিয়নের বাগানপাড়া এলাকার দূরবর্তী পাহাড়ের ঝর্ণায় তার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই মর্মান্তিক হত্যাকান্ডে রুমা থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
এই ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী ফোনে পাহাড়বার্তা’কে বলেন, আমরা রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করেছি, কে বা কারা হত্যা করেছে এই ব্যাপারে এখনো কোন তথ্য পায়নি। তিনি আরো বলেন, আমরা লাশ ময়নাতদন্ত্রের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠাবো।