রোয়াংছড়িতে আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন ১২ সেপ্টেম্বর

purabi burmese market

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আগামী ১২ সেপ্টেম্বরে উপজেলায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় ।

আয়োজিত অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি অর্থ কমিটির সভাপতি ও জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,আওয়ামী লীগের সহ সভাপতি ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,আওয়ামী লীগের যুগ্ন সাধরণ সম্পাদক ধীরেন ত্রিপুরা,ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,সদস্য সচিব জনমজয় তঞ্চঙ্গ্যা,আলেক্ষ্যং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নুচমং মারমা,সাধারণ মংসে মারমা,মংহাইনু মারমা সহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

dhaka tribune ad2

এছাড়া আরো উপস্থিত থাকার কথা রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংঙৈপ্রু চৌধুরী,সাধারণ সম্পাদক ইসলাম বেবী,যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা,কমিশনার অজিত কান্তি দাশ, মংহ্নেচিং মারমা প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা মনোননয়নপত্র নিতে আগ্রহী তারা আগামী ১০ সেপ্টেম্বররের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।