লামায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

purabi burmese market

বান্দরবানের লামায় মো. ওয়াজেদ নামে নিখোঁজ এক শিশুর লাশ নদীতে থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। সে উপজেলার লামা বাজারের পান ব্যবসায়ী বমু বিলছড়ি ইউপির মাটিয়াতলি এলাকার আবুল হোসেন এর ছেলে।

রবিবার (২৬ মার্চ) দুপুরে আলীকদম শিবতলী পাড়া মাতামুহুরী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় ।

শিশুর জেঠাতো ভাই লিটন জানাই, শনিবার সকালে ওয়াজেদ মাদ্রাসায় যাওয়ার জন্য বাবার সাথে লামা বাজার পর্যন্ত আসে। পরে সে মাদ্রাসায় না গিয়ে অপরিচিত একজনের বাসায় গিয়ে থাকে, সেখানে রাত কাটায়। পরে মাদ্রাসায় না যাওয়ার বিষয়টি জানতে পেরে ওয়াজেদের খোঁজ শুরু করে তার বাবা।

তিনি আরো জানান, এদিকে রবিবার সকালে ১১টার দিকে নদীতে গোসল করতে যায় সে । সাঁতার না জানাই নদীর গভীরে ডুবে যায়। এক ঘণ্টা পরে শিশুটির লাশ ভেসে উঠে নদীতে। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে দুপুর ২টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশের ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।