লামায় বিষপান করে যুুবকের আত্মহত্যা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে রে প্রু ত্রিপুরা (৩২) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ওয়াক্রাউ পাড়ায়। রে প্রু ত্রিপুরা ওয়াক্রাউ পাড়ার বাসিন্দা সানরাই ত্রিপুরার ছেলে ও দুই সন্তানের জনক। আজ বুধবার দুপুরে রে প্রু ত্রিপুরার লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করে পুলিশ।
সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে রে প্রু ত্রিপুরা বিষপান করেন। পরে স্বজনেরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথে তিনি মারা যান।
বিষপান করে রে প্রু ত্রিপুরার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণের পাশাপাশি একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন