লামায় লকডাউন না মানায় ১২ যাত্রীসহ নৌকার মাঝিকে জরিমানা

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় লকডাউন না মেনে ১২জন যাত্রী নিয়ে চকরিয়া উপজেলা থেকে লামা উপজেলায় যাওয়ার সময় একটি যাত্রীবাহি ইঞ্জিল চালিত নৌকা আটক করেছে পুলিশ।

আজ শনিবার (০২ মে) সকালে মাতামুহুরী নদীর মিনঝিরি এলাকা থেকে নৌকাটি যাত্রীসহ আটক করা হয়। পরে আটক নৌকার মাঝি ও ১২ যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

NewsDetails_03

সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী বোঝাই করে একটি ইন্জিন চালিত নৌকা লামা উপজেলায় যাচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই রাম প্রশাদের নেতৃত্বে সংগীয় সদস্যরা শনিবার ভোর সাডে ৫টার দিকে মাতামূহুরী নদী পথের মিনঝিরি নামক স্থানে অভিযান চালায়। এ সময় নৌকা, নৌকার মাঝিকে যাত্রীসহ আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে্ট সুবল চাকমা নৌকার মাঝি মোঃ হোসেনকে ১০০০ টাকা ও ১২জন যাত্রীকে জনপ্রতি ২০০ টাকা করে ২৪০০ টাকা জরিমানা করে পুনরায় চকরিয়ায় ফেরত পাঠিয়ে দেন।

নৌকার মাঝিসহ ১২ যাত্রীকে আটকের পর জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের এএসআই রাম প্রশাদ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন