লামায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

purabi burmese market

লামায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু
বান্দরবানের লামা উপজেলায় ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রিড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ, প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সভা কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীগণ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।