লামায় ৯৩ কৃষাণ কৃষাণী পেল বিনামূল্যে ধান, মসল্লা ও সবজি বীজ

NewsDetails_01

বীজ সংরক্ষণ ও জৈবিকভাবে ফসল উৎপাদনের লক্ষে বান্দরবানের লামা উপজেলায় কৃষাণ কৃষানীদের বিনামূল্যে সবজি, মসল্লা, ধান বীজ ও জৈব সার তৈরির সরঞ্জাম প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প।

উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯৩ জন কৃষাণ কৃষাণীদের এ বীজ ও সরঞ্জাম প্রদান করা হয়।

NewsDetails_03

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার বীজ ও সরঞ্জাম বিতরণ উদ্ভোধন করেন। এ সময় কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন ও প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বীজ ও সরঞ্জাম বিতরণের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, উপকারভোগীদের মাঝে সবজি বীজ ১৮ কেজি, কচু ৯৬৪ কেজি, আদা ২২০ কেজি, ধান ১৮০ কেজি বীজ ও ১৮৬টি জৈব সার তৈরির সরঞ্জাম রিং প্রদান করা হয়। দেশীয় জাতের এ বীজ প্রদান বীজ সংরক্ষণ ও দারিদ্র্য কৃষাণ কৃষাণীদের আত্মনির্ভরশীতা অর্জনের পাশাপাশি জৈবিক ভাবে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন