শিক্ষার্থীর পদচারনায় প্রানোচ্ছল রাঙামাটির বিদ্যালয় অঙ্গন
মহামারী করোনা অতিমারির প্রাদুর্ভাব রোধে ২০২০ সালের ১৭ ই মার্চ হতে ১১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শেষে আজ ১২ ই সেপ্টেম্বর ২০২১ আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হলো রাঙামাটি জেলার স্কুলগুলো।
আজ রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা সরকারি বিধিনিষেধ মেনে তাপমাত্রা পরিমাপের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি রোধে ডিজইনফেকশন বুথে প্রবেশের মাধ্যমে যথাযথ নিয়মে হাত ধুয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে নিজ নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করে।
স্কুল খোলার নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে আনন্দের সাথে শিক্ষার্থীদের স্বাগত জানায় শিক্ষকবৃন্দ। দীর্ঘদিন পর প্রিয় অঙ্গনে আসতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা মুখে মাস্ক পরিধান করে শ্রেণি পাঠদান গ্রহণ করে।
এদিন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজউদ্দীন, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।