শেখ হাসিনার বলিষ্ট পদক্ষেপের কারণে পাহাড়ে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে : দীপংকর তালুকদার

NewsDetails_01

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট পদক্ষেপের কারণে পাহাড়ে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, কাউকে ভূমিহীন রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন প্রত্যেকটি পরিবারকে জমি ও গৃহ নির্মাণ করে দিয়েছেন। এতে করে দেশের অন্যান্য এলাকায় ন্যায় পার্বত্য এলাকায়ও গৃহহীন ও ভূমিহীন পরিবার মাথা গোজার ঠায় পেয়েছেন।আর এটিই বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড়
কর্মসূচী।

NewsDetails_03

আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্ক উদ্বোধন, জাতীয় উৎপাদনশীলতা দিবস ও এলাকার মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য লেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক সদস্য
ত্রিদীপ কান্তি দাশ, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃমিজানুর রহমান, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী,বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তংচঙ্গ্যাসহ এলাকার গন্যমান্য
ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার আরো বলেন, বেড়াতে আসা পর্যকটদের ভ্রমন জগতের নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হলো বিলাইছড়ির নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্ক। বিলাইছড়ির এই বিনোদন কেন্দ্রটি রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের জন্য আরেকটি নতুন আকর্ষন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন