সঠিক ধর্ম চর্চা মানুষকে সত্যের পথ দেখায় : কাপ্তাইয়ে শ্রীমৎ স্বামী গুরুকৃপানন্দ ব্রক্ষচারী

NewsDetails_01

সঠিক ধর্ম চর্চা মানুষকে সত্যের পথ দেখায়। ধর্ম মানুষকে মনুষ্যত্ব দান করে এবং সৎ ও সুন্দর হতে শেখায়। গত সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লগগেইট শ্রীশ্রী জয়কালী মন্দিরের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্যে চন্দ্রঘোনা জ্যোতিশ্বরানন্দ রক্ষাকালী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরুকৃপানন্দ ব্রক্ষচারী একথা বলেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর প্রসাদ ধরের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক দীপংকর দেবনাথ (পংকজ) এর সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়কালী মন্দিরের পুরোহিত কাপ্তাই উপজেলা পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্র শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি পিন্টু চক্রবর্তী।

NewsDetails_03

এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাবেক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই সীতা মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ দাশ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ডাঃ প্রদীপ দে। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই জয়কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ বি কে দত্ত।

এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন