সাজেকে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি সাজেক ভ্যালিতে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাজেক কটেজ মালিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীগণ।

NewsDetails_03

গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার ২০২৪ইং সাজেক ভ্যালিতে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে সাজেক কটেজ মালিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীগণের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, এছাড়াও উপস্থিত ছিলেন মেজর তালুকদার অনন্ত ইবনে আলম ৬ ইবি, ও সাজেক আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ফজলে এলাহী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাজেক একটি খুবই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু আমাদের নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরে না, এটি পর্যটকদেরও বিশেষভাবে আকর্ষণ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন সব সময় সাজেক এলাকা এবং সকল পর্যটক এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে এবং এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সকলের পাশে থেকে কাজ করে যাবে আশ্বাস প্রদান করে।

আরও পড়ুন