বান্দরবান, কুমিল্লা, রংপুরসহ দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও গণঅনশন করেছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। আজ শনিবার (২৪অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ মানববন্ধন ও গনঅনশনের আয়োজন করা হয়।
এতে সংহতি জানিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তারা বলেন, ধর্মীয় উগ্রবাদ দেশের জন্য ফলপ্রসূ হয়ে উঠতে পারে না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সরকারের কাছি দাবি জানাই, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন থেকে বক্তারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো সাম্প্রদায়িক কর্মকা-ের ধিক্কার ও নিন্দা জানান।
এসময় ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষ, সিনিয়র সহ সভাপতি ইন্দ্র লাল তালুকদার, অরুপ মুৎসুদ্দী, সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা, সহ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, যুব ঐক্য পরিষদের আহবায়ক দেবাশীষ পালিত রাজা বক্তব্য রাখেন।