স্বপ্ন দেখতে হবে অনেক বড় হবো : রাঙামাটির জেলা প্রশাসক

NewsDetails_01

পার্বত্যঞ্চলে শিক্ষা বিস্তারে কাদেরী পরিবারের অবদান অনস্বীকার্য। তাঁরা এই অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই আজকের শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানে গড়ে তোলতে হলে মান সম্মত শিক্ষার কোন বিকল্প নেই। আজ সোমবার বেলা ১২ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় হবে। যেমনটি স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর নেতৃত্বে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা।

এসময় নূরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদ আয়োজিত ২০১৯ সালে অনুষ্ঠিত ৭ম শ্রেণির বিশেষ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবৃত্তি ১০ জন এবং বিশেষ বিবেচনায় সাধারণ বৃত্তি ১৫ জন সহ মোট ২৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেষ্ট ও প্রাইজবন্ড বিতরণ করেন জেলা প্রশাসক।

NewsDetails_03

প্রসঙ্গতঃ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল হুদা কাদেরীর নামে প্রতি বছর কাপ্তাই উপজেলার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৯ সালে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার ১৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ৯০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। কোভিড-১৯ এর কারনে গত বছর এই বৃত্তি কার্যক্রম স্থগিত ছিল বলে আয়োজক সংস্থা জানান।

নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদের আহ্বায়ক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ।

কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদের সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্রী কেপিএম স্কুলের সুমাইয়া আক্তার।

এর আগে বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন