হল ছেড়েছে কাপ্তাইয়ের বিএসপিআই এর শিক্ষার্থীরা

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীরা আজ বুধবার (১৭ জুলাই) সকাল ৭ টার মধ্যে হল ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাস এর তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার।

NewsDetails_03

এর আগে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএসপিআই এর ছাত্রাবাস ও ছাত্রীনিবাস এর তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসপিআই বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থীদেরকে বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, দেশের অন্যান্য স্থানের মতো গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএসপিআই শিক্ষার্থীরা সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে একাত্বতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কাপ্তাই নতুন বাজার এলাকায় ছাত্রলীগের সাথে বিএসপিআই শিক্ষার্থীদের দুই ধপা মারামারি ঘটনা ঘটে। এতে বিএসপিআই এর ৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

আরও পড়ুন