১১তম গ্রেডে বেতনের দাবীতে বান্দরবানে সহকারী শিক্ষকদের মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে সহকারী শিক্ষকদের মানববন্ধন
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে বৈষম্য ন্যায়্যতার ভিত্তিতে নিরসনকল্পে প্রাপ্য ১১তম গ্রেডের ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের জোর দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রেইচাস্থ প্রাইমারী টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের সামনে প্রশিক্ষণার্থী (সহকারী শিক্ষক) ডি পি এড প্রোগ্রাম ২০১৯-২০ বান্দরবান পিটিআই ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন প্রাইমারী টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক মো.আবু ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাইমারী টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক পাপড়ি বড়ুয়া,তাহমিনা আক্তার,মুনমুন দাশ,সালাহ উদ্দিন,হুমায়রা জান্নাত,জুনায়েদ হোসেন,সুবর্ণা ভট্টচার্য,স্বপন মুরংসহ অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা খুশি নন, তাঁরা সহকারী প্রধান শিক্ষকদের নতুন পদটি চান না। তারা মনে করেছেন এ পদ সৃষ্টি হলে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুইটি ধাপ অতিক্রম করতে হবে। আর সহকারী প্রধান শিক্ষক পদটি না থাকলে এক ধাপ পদোন্নতি পেলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তাই তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চান।
এসময় তারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে বৈষম্য ন্যায়্যতার ভিত্তিতে নিরসনকল্পে প্রাপ্য ১১ তম গ্রেডের ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

আরও পড়ুন