আগামী ২২ ফেব্রুয়ারী হতে পরীক্ষা নিবে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট

NewsDetails_01

আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার সিদ্বান্ত নিয়েছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউট(বিএসপিআই)। হোস্টেল কর্তৃপক্ষের পক্ষে শিক্ষক মুহাম্মদ এজাবুর আলম বিষয়টি নিশ্চিত করেন।

আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) থেকে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের ছাত্রাবাস খোলার ব্যাপারেও সিদ্বান্ত গ্রহণ করা হয়।

NewsDetails_03

শনিবার সকাল ১০টা হতে আবাসিক হলে সকল প্রবেশ পত্র উন্মুক্ত করা হবে এবং একই সঙ্গে রোববার(২১ ফেব্রুয়ারী) হতে ডাইনিং রুম চালুর সিদ্বান্ত নেওয়া হয় বলে বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার জানান।

এইছাড়া আগামি সোমবার(২২ ফেব্রুয়ারী) হতে পরীক্ষা নেওয়া হবে বলে বিএসপিআই কর্তৃপক্ষ নিশ্চিত করেন। দেশে করোনাভাইরাসের সংক্রামণ শুরু হলে ২০২০ সালের ১৭মার্চ হতে বিএসপিআই সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রনালয়।

উল্ল্যেখ যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত কাপ্তাই বিএসপিআই এ ৬টি বিভাগে ডিপ্লোমা কোর্স এ শিক্ষার্থীদের কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন