আপনাদের নেতাদের জিজ্ঞেস করেন, কলেজ নাই কেন ?

আলীকদমে বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড় এখন অন্ধকার ঘুছিয়ে সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে দূর্গম পাহাড়ি গ্রাম। পাহাড়ের যেমস্ত দূর্গম এলাকায় একসময় বিদ্যুৎ ছিল না সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পার্বত্য ৩ জেলায় বিনামুল্যে সোলার বিতরণের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ মে) সকালে বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলাকাবাসীর মধ্যে সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

NewsDetails_03

এলাকার যেসমস্ত এলাকায় বিদ্যুৎ নেই সেসমস্ত এলাকায় বিনামুল্যে সোলার সিস্টেম প্রদানের আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলা ৬টি উপজেলায় কলেজ হলেও আলীকদমে কোন কলেজ নাই। আপনাদের বাছাই করা নেতাদের দূরদৃষ্টি নাই। আপনার উপজেলার নেতাদের জিজ্ঞেস করেন, কলেজ নাই কেন? নেতৃত্বে দিলে সাধারণ মানুষ মনে রাখে এমন কাজ করতে হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩ শ ৩৮ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম প্যানেল বিতরন করা হয়েছে।

আরও পড়ুন