উৎসব রঙে রঙিন বান্দরবান

NewsDetails_01

‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্টানে সংগীত পরিবেশন করছে আদিবাসী শিল্পীরা। ছবি-বাটিং মার্মা
‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্টানে সংগীত পরিবেশন করছে আদিবাসী শিল্পীরা। ছবি-বাটিং মার্মা
পাহাড়ের প্রানের উৎসব মাহা‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্টানে রথ টেনে ও ফানুস উত্তোলন করে উৎসবে মাতোয়ার বান্দরবানের মানুষ। রবিবার সন্ধ্যায় বান্দরবান শহরের রাজার মাঠে মাহা‘ওয়াগ্যোয়াই পোয়েঃ এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা । ছবি-বাটিং মার্মা
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা । ছবি-বাটিং মার্মা
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন পিএসসি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত রায়, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে। এসময় বিভিন্ন ধরণের শত শত ফানুস উত্তোলন করেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা। পরে আতশ বাজির প্রদর্শন শুরু হয়। এসময় ধর্মীয় দেশনা প্রদান করেন উ প ঞ ঞ্যা জোথ থের।
‘ওয়াগ্যোয়াই পোয়েঃ এর অনুষ্ঠানে  প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির মুখে কেক তুলে দিচ্ছেন উ প ঞ ঞ্যা জোথ থের। ছবি-বাটিং মার্মা
‘ওয়াগ্যোয়াই পোয়েঃ এর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির মুখে কেক তুলে দিচ্ছেন উ প ঞ ঞ্যা জোথ থের। ছবি-বাটিং মার্মা
অন্যদিকে রথটি পুরাতন রাজবাড়ি মাঠ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় রথে বৌদ্ধ অনুসারীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। রথ টানা ও ফানুস উত্তোলন অনুষ্ঠান দেখতে শত শত লোক ভীর করে।‘ছংরাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়েঃ লাগাইমে.. ’ (সবাই মিলে মিশে রথযাত্রায় যায়..) আদিবাসী মারমা’রা এই বিশেষ গানটি পরিবেশন করে মাহা রথ যাত্রা শুরু করবে।
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানে ফানুস উত্তোলন। ছবি-বাটিং মার্মা
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানে ফানুস উত্তোলন। ছবি-বাটিং মার্মা
এ সময় পাংখো (এক ধরণের ভূতের পুতুল) নৃত্য পরিবেশন আর রথ টানতে শত শত আদিবাসীরা রাস্তায় নেমে আসে। রথে জ্বালানো হয় হাজার হাজার মোমবাতি এবং দান করা হয় নগদ অর্থ। রথটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যরাতে শঙ্খ (সাঙ্গু) নদীতে রথ উৎসর্গ করা হবে। মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানের রং ছড়িয়ে পড়েছে পাহাড়ী পল্লীর আনাচে-কানাচে। আর এই উৎসব আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে যেন বান্দরবানে এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানের রথ। ছবি-বাটিং মার্মা।
বান্দরবানের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ অনুষ্ঠানের রথ। ছবি-বাটিং মার্মা।
এদিকে আজ মধ্যে রাতে শহরের উজানী পাড়া সাঙ্গুনদীর তীর রথ বিসর্জনের মধ্যে দিয়ে মঙ্গলবার বিকালে শেষ হবে মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ এর অনুষ্ঠান।

আরও পড়ুন