করোনা ঠেকাতে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

NewsDetails_01

“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে ফের মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ ২১ মার্চ (রবিবার) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে জেলা শহরের সাধারণ জনগণের সুরক্ষায় এবং করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার।

NewsDetails_03

এসময় পুলিশ সুপার সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরনের এই কার্যক্রমে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন